CreativeartandArtist | Art & Culture

Cultivation of Art and Literature

Archive for জুন, 2013

রাধা মাধব

বসন্ত যে যায় রাধিকে, বসন্ত যে যায়। কানাই বুঝি আসবে না আর- তোমার আঙিনায়, সব ভুলেছ, কিছুই কি আর – মনে পড়ে না- এ পোড়া মন কেন কিছুই ভুলতে পারে না। একলা ছিলাম, ভালোই ছিলাম। কেন তুমি এলে- দেখা হল তোমার সাথে বসন্ত বিকেলে। আমার বন্ধু বিশাখার – তুমি কেমন দাদা। তুমি তো মাধব – আমার […]

Share
Read the rest of this entry »

দেবতার গ্রাস

ঝির্ ঝিরে বৃষ্টি –মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা – সকলেই তীর্থযাত্রী – নিরুদ্বেগ নিঃশঙ্কা । চারিদিক নিঃস্তব্ধ – যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন হটাত জোরে শব্দ – মেঘভাঙ্গা বাণ সে প্রচণ্ড ! গড় গড় – গর্জন – জলছ্বাস ! একি দেবতার গ্রাস ? নাকি নেহাতই দুর্বিপাক ? বাঁচাও বাঁচাও  রব – সব চুপ চাপ – নিঃস্বার – চারিদিকে […]

Share
Read the rest of this entry »