CreativeartandArtist | Art & Culture

Cultivation of Art and Literature

দেবতার গ্রাস

Written By: Chandan Banerjee - জুল• 03•13

kedar_Devastation

KedarNath_AfterDevastation

ঝির্ ঝিরে বৃষ্টি –মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা -
সকলেই তীর্থযাত্রী – নিরুদ্বেগ নিঃশঙ্কা ।
চারিদিক নিঃস্তব্ধ – যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন
হটাত জোরে শব্দ – মেঘভাঙ্গা বাণ সে প্রচণ্ড !
গড় গড় – গর্জন – জলছ্বাস !
একি দেবতার গ্রাস ? নাকি নেহাতই দুর্বিপাক ?
বাঁচাও বাঁচাও  রব – সব চুপ চাপ – নিঃস্বার -
চারিদিকে জল আর জল – বরো বরো পাথরের ঢল -
প্রানহীন মৃতপুরী – শবের পাহাড় -
প্রাচীন এই জনপদের হল কি বিনাশ ?
ভক্তের কেদার আজ শুধুই ইতিহাস।।

Kedar Temple before devastation

Kedar Temple before devastation

Share

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>